School Logo

Tuthamandra High School

Village: Tuthamandra, P.O: Tuthamandra, Upzila: Gopalganj sadar, Dist: Gopalganjr
ESTD: 1966 EIIN: 109441 Board Code: 0

ছু‌টির নো‌টিশ

প্রকাশিত: 2024-03-24
এতদ্দ্বারা টুঠামান্দ্রা উচ্চ বিদ্যাল‌য়ের ৬ষ্ঠ শ্রেণি হ‌তে ১০ম শ্রে‌ণির শিক্ষার্থী ও সং‌শ্লিষ্ট সকল‌কে জানা‌নো যাচ্ছে যে, আগামী ২৫ মার্চ ২০২৪‌খ্রি: হ‌তে ১৮ এপ্রিল ২০২৪‌খ্রি: বৃহস্প‌তিবার পর্যন্ত প‌বিত্র রমজান, দোল পূ‌র্ণিমা, ইস্টার সান‌ডে, শব ই কদর, ঈদ উল ফিতর, বাংলা নববর্ষ ও বৈসা‌বি উপল‌ক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ থাক‌বে। ২১ এপ্রিল ২০২৪‌খ্রি: র‌বিবার হ‌তে শ্রেণিসহ যাবতীয় কার্যক্রম যথারী‌তি চল‌বে। উল্লেখ্য ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস যথা‌যোগ্য মর্যাদায় উদযাপন করার জন্য সকল শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীর উপ‌স্থিত বাধ্যতামূলক।
এই নোটিশের জন্য কোন সংযুক্তি পাওয়া যায়নি

আমাদের দপ্তর